Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Ponchobotite Bhorer Aloy Lyrics | পঞ্চবটীতে ভোরের আলোয় | Anindita Chatterjee Lyrics - Anindita Chatterjee

Collection Anindita Chatterjee

Ponchobotite Bhorer Aloy Lyrics | পঞ্চবটীতে ভোরের আলোয় | Anindita Chatterjee Lyrics

 LyricsForest   987


Ponchobotite Bhorer Aloy Lyrics | পঞ্চবটীতে ভোরের আলোয় | Anindita Chatterjee lyrics (Primary language)

পঞ্চবটীতে ভোরের আলোয় পাখী রা গায় গান

রামকৃষ্ণ রামকৃষ্ণ রামকৃষ্ণ নাম

পাখী রা গায় গান

 

প্রভাত রবির কিরণে যেমন অন্ধকারের ক্ষয়

শ্রী রামকৃষ্ণ শরণে মননে প্রাণের মুক্তি হয়

প্রভাত রবির কিরণে যেমন অন্ধকারের ক্ষয়

শ্রী রামকৃষ্ণ শরণে-মননে প্রাণের মুক্তি হয়

অন্তর মন সে শুভ আলোকে করে আনন্দস্নান

রামকৃষ্ণ নাম

 

ওরে ও পথিক তীর্থযাত্রী কোথা খুঁজিস দেবতা রে

চোখ মেলে দেখ দক্ষিণেশ্বরে ভবতারিণীর দ্বারে

ওরে ও পথিক তীর্থ যাত্রী কোথা খুঁজিস দেবতা রে

চোখ মেলে দেখ দক্ষিণেশ্বরে ভবতারিণীর দ্বারে

সকাল সন্ধ্যা অলকানন্দা পান করনাম শুধা

হৃদয় বীণায় বাজুক সে নাম দূরে যাক তৃষা ক্ষুদা

জগতের গুরু তিনি কল্পতরু কাঙ্গালের ভগবান

রামকৃষ্ণ নাম

পঞ্চবটীতে ভোরের আলোয় পাখী রা গায় গান

রামকৃষ্ণ রামকৃষ্ণ রামকৃষ্ণ নাম

পাখী রা গায় গান

পঞ্চ বটীতে ভোরের আলোয় পাখীরা গায় গান

পঞ্চবটীতে ভোরের আলোয় পাখীরা গায় গান

Ponchobotite Bhorer Aloy Lyrics | পঞ্চবটীতে ভোরের আলোয় | Anindita Chatterjee lyrics in English

Ponchobotite vorer aaloy pakhi ra gaay gaan

ramokrishno ramokrishna ramokrishno naam

pakhi ra gaay gaan

provato robbiro kirone jemon ondhokarer khoy

shree raamkrishna shorone monone praaner mukti hoy

ontoro mono se suva aaloke kore anonndo snan

ramo krishna naam

ore o pothik teertho yatri kotha khunjis debota re

chokh mele dekh dokshinsware vobotarinir dware

sokal sondhya olokanonda paan korlam shudha

hridoy beenay ajuk se naam durey jaak trisha khuda

jogoter guru tini kolpotoru kangaler vogoban

raamokrishno naam